ওমিক্রন (Omicron) নিয়ে আতঙ্কের মাঝেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। রক্তচাপ বাড়িয়ে এবার করোনায় আক্রান্ত হলেন মহারাষ্ট্রের (Maharashtra) ১০ জন মন্ত্রী। ২০ জনেরও বেশি বিধায়কও করোনায় আক্রান্ত। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার একথা জানিয়েছেন।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। তার উপর মন্ত্রী-বিধায়করা আক্রান্ত হওয়ায় সে রাজ্যের বিধানসভা অধিবেশনের সময়ও কমানো হবে বলে জানিয়েছেন অজিত। জনসাধারণকে সতর্ক হতেও বলেছেন তিনি।
নতুন বছরের প্রথম দিনেই অজিত বলেছেন, ‘‘এখনও অবধি ১০ জন মন্ত্রী এবং ২০ জন বিধায়ক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জন্য বিধানসভা অধিবেশনের সময় কমিয়ে দেওয়া হয়েছে।’’