বুধবার থেকে দেশে শুরু হচ্ছে ১২-১৪ বছরের টিকাকরণ (12-14 Years Vaccination) প্রক্রিয়া। ছোটদের টিকাকরণের প্রক্রিয়া শুরু করতে তৈরি কলকাতা পুরসভাও (KMC)। পুরসভার হাতে এসে পৌঁছেছে কেন্দ্রের অনুমোদন প্রাপ্ত টিকা কোরবিভ্যাক্স (Corbevax)। একই সঙ্গে বুধবার থেকে শুরু হচ্ছে ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজও।
মঙ্গলবার কলকাতা পুরসভায় এসে গিয়েছে কোরবিভ্যাক্স টিকা। জানা গিয়েছে, পুরসভার স্টোরে ৮৮ হাজার টিকা এসেছে। রাজ্য সরকারের (West Bengal Govt) অনুমোদনের পরই সোমবার থেকে শুরু হয়ে যাবে টিকাকরণ। কলকাতা পুরসভার ৩৭টি কোভ্যাকসিন সেন্টারে দেওয়া হবে ছোটদের এই টিকা। রাজ্য সরকার আগেই জানিয়েছে, কোভ্যাকসিন ও কোরবিভ্যাক্স একসঙ্গে একই সেন্টারে দেওয়া যাবে না।
আরও পড়ুন: রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন, হোলির জন্য রাত্রিকালীন বিধিনিষেধে ছাড়
ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানান, সোমবার থেকে ১২ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হবে। কলকাতা পুরসভার ৩৭টি কোভ্যাক্সিন কেন্দ্র থেকে মিলবে কর্বিভ্যাক্স। সোমবার থেকে স্কুলেও টিকাকরণ শুরু হবে। চেতলা গার্লসে(Chetla Girl's High School) টিকা দেওয়া হবে। অন্য যে সমস্ত স্কুল এই পরিষেবা দিতে রাজি থাকবে এবং পর্যাপ্ত জায়গা থাকবে সেখানেও কলকাতা পুরসভা(KMC) টিকাকরণ কেন্দ্র করবে।