২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বিদেশ-ফেরত ১২৪ জন যাত্রীর শরীরে কোভিড ধরা পড়েছে। এই ঘটনায় যথেষ্ট চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্ত যাত্রীদের মধ্যে ওমিক্রনের ১১টি উপরূপের হদিশ মিলেছে বলেও খবর।
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, ২৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত আকাশ-স্থল-জলপথে ভারতে এসেছে মোট ৯.০৫ লক্ষ মানুষ। তাঁদের মধ্যে ১৯,২২৭ জনের কোভিড পরীক্ষা করতেই ১২৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের মধ্যে ৪০ জনের নমুনা হাতে পেতেই তাজ্জব হয়ে যান চিকিৎসকরা। কারণ তাঁরা ওমিক্রনের ১১টি উপরূপে আক্রান্ত হয়েছেন বলেই খবর।
আরও পড়ুন- Siliguri Murder Update: শিলিগুড়ি কাণ্ডে ২৪ ঘন্টা পর উদ্ধার বস্তাবন্দি দেহ, রেণুকার মাথার খোঁজে পুলিশ
৪০ জন যাত্রীর মধ্যে ওমিক্রনের উপরূপ এক্সবিবি.১, এক্সবিবি.২, এক্সবিবি.৩.৪.৫ পাওয়া গিয়েছে ১৪ জনের দেহে। ৯ জনের দেহে বিকিউ.১১ এবং তার উপরূপ বিকিউ১.১২২ এবং বিকিউ১.১.৫:৯ মিলেছে। আপাতত, আক্রান্তদের নিভৃতবাসে রাখা হয়েছে বলেই খবর।