ইটালি (Italy) থেকে ভারতে (India) আসা বিমানের ১৫০ জন যাত্রীর করোনা (Coronavirus) ধরা পড়ল।
ইটালির করোনা পরিস্থিতিও একেবারেই ভালো নয়। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অনেকে। এই অবস্থায় রোম থেকে অমৃতসরে আসার পর একটি বিমানের ১৫০ জন যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন: Covid Bulletin WB: রাজ্যের করোনা ১৮ হাজার পার, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮ জনের
রোম (Rome) থেকে অমৃতসরে আসা ওই বিমানে ছিলেন মোট ২৯০ জন যাত্রী। তাঁদের অর্ধেকের বেশি করোনা আক্রান্ত। অমৃতসরে বিমানটি আসার পরপরই ওই যাত্রীদের করোনা পরীক্ষা করানো হয়। জানা যায়, ২৯০ জনের মধ্যে ১৫০ জন কোভিড পজিটিভ। সঙ্গে সঙ্গে ওই ১৫০ জনকে বিমানবন্দর থেকে নিভৃতবাসে পাঠানো হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ইতালি থেকে আর একটি বিমান অমৃতসরে (Amritsar) আসে। পাঞ্জাবে (Punjab) ঢোকার পরপরই ওই বিমানের ১২৫ জন যাত্রী কোভিড পজিটিভ বলে জানা যায়।