এখনও পর্যন্ত গোটা দেশে কোভিডের (Covid 19) নয়া প্রজাতি ওমিক্রনে (Omicron) আক্রান্ত হলেন ১৮৯২ জন। ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হানা দিয়েছে ওমিক্রন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ওমিক্রন থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৬৬ জন। দেশে কোভিডে নতুন করে আক্রান্ত হলেন ৩৭,৩৭৯ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার ২৬১। দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ১২৪ জন।
ওমিক্রন আক্রান্তের নিরিখে রাজ্যগুলোর মধ্যে এগিয়ে মহারাষ্ট্র। এই রাজ্যে মোট ৫৬৮ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এরপরই তালিকায় আছে রাজধানী দিল্লি। দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৩৮২। গোটা দেশে বেড়েছে সক্রিয় কোভিড রোগীর (Active Cases) সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ২৬, ২৪৮। এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৮২ হাজার ১৭ জন।
আরও পড়ুন: ভারতে করোনার তৃতীয় ঢেউ চলছে, জানিয়ে দিলেন কোভিড টাস্ক ফোর্স প্রধান
এখনও পর্যন্ত টিকাকরণ সম্পূর্ণ হয়েছে দেশের ১৪৬ কোটি ৭০ লক্ষ নাগরিকের। কোভিড থেকে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৬ হাজার ৪১৪ জন। সুস্থতার হার ৯৮.১৩ শতাংশ।