করোনা (Coronavirus) এবং ওমিক্রনের (Omicron) জোড়া ফলায় বিদ্ধ গোটা দেশ। বৃহস্পতিবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জন। একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ২৭%। গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ (Covid Death) হারিয়েছেন ৩৮০ জন। অন্যদিকে, কোভিডের নয়া প্রজাতি ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৪৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন। সুস্থতার হার ৯৫.৫৯%। দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৩৬১ জন।
আরও পড়ুনঃ Coronavirus: সংক্রমণের হারে দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ, একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ২২ হাজার
এখনও পর্যন্ত ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হানা দিয়েছে ওমিক্রন। ওমিক্রন আক্রান্তের নিরিখে রাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (Maharashtra)। এরপরই তালিকায় আছে দিল্লি।