করোনার দাপটে কাঁপছে গোটা দেশ। ভয়াবহ অবস্থা পশ্চিমবঙ্গে (West Bengal)। করোনা (Coronavirus) রুখতে কঠোর বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনো নিষেধ। এই অবস্থাতেও নিয়ম মানছেন না অনেকেই।
নৈশ বিধি ভেঙে রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন অনেক। ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশও (Kolkata Police)। এখনও পর্যন্ত বিধি ভাঙায় মামলা হয়েছে ৭ হাজারের বেশি। গত মঙ্গলবারের হিসেব বলছে, তিন দিনে মামলা হয়েছে ২১৬২টি।
আরও পড়ুন: Omicron in India: দেশে একদিনে ওমিক্রনে আক্রান্ত ৫, ৪৮৮ জন, একদিনে ২৭% বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা
৩ জানুয়ারি জারি হয়েছিল নৈশকালীন বিধিনিষেধ। তারপর থেকে রাতে ট্রাফিক বিধি ভাঙায় মামলা হয়েছে ৭৩৬৬টি। স্বাস্থ্য মহলের আক্ষেপ, করোনা রুখতে সবচেয়ে জরুরি গণসচেতনতা। তার অভাবেই সংকটে কলকাতা।