রাজ্যে ক্রমশ নিয়ন্ত্রণে আসছে করোনা পরিস্থিতি৷ গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক করোনা সংক্রমণ। কমল মৃত্যুও। ফলে খানিকটা স্বস্তি স্বাস্থ্য মহলে।
রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। যা শুক্রবারে তুলনায় কিছুটা কম। দৈনিক সংক্রমণের শীর্ষে ফের কলকাতা। সেখানে ৪৭ জনের শরীরে মিলেছে জীবাণু। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ১৪ হাজার ৮০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: India Covid update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১১ হাজার ৪৯৯ জন, মৃত ২৫৫ জন
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৪।