কলকাতার তিন হাসপাতালে ৩ কোভিড আক্রান্তের হদিশ। তাঁদের মধ্যে ২ জন কলকাতার বাসিন্দা। তৃতীয় জন বিহারে ৬ মাসের এক শিশু। তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাকি দুজন বেসরকারি হাসপাতালে ভর্তি। ওমিক্রনের নতুন প্রজাতি জে এন ওয়ান কিনা, তা জানার জন্য জেনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে তাঁদের নমুনা। কল্যাণীর ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে তাদের নমুনা।
শিশুটা ছাড়া আক্রান্তদের মধ্যে দুজনেই পুরুষ। একজনের রিপোর্ট বৃহস্পতিবার এসেছেন। অন্যজনের রিপোর্ট আগেই এসেছিল। গত ২ সপ্তাহে কোভিডে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে গোটা দেশে। আচমকাই কোভিড সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই মাস্ক ব্যবহার বাধ্যতমূলক হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবথেকে আক্রান্ত বেশি হয়েছে কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী কেরলে জে এন ওয়ানে মৃত্যু হয়েছে ৫ জনের। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২,৬৬৯।