করোনাভাইরাসের (Corona) তৃতীয় ঢেউয়ে (Third Wave) এই প্রথম দেশে দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ৩ লক্ষ পেরোল। বুধবারের তুলনায় ১২ শতাংশেরও বেশি বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। দেশে দৈনিক মৃত্যুর (Daily Death Toll) সংখ্যাও বাড়ল কিছুটা। একদিনে মৃত্যু ফের ৫০০ ছুঁইছুঁই। বাড়ল সংক্রমণ-হারও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health & Family Welfare) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। বুধবার দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ছিল ২ লক্ষ ৮২ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৯১ জনের। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪১।
আরও পড়ুন: Covid-19: করোনা পরীক্ষার সময় সঠিক ঠিকানা নথিভুক্ত করতে হবে, কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৮২ লক্ষ ১৮ হাজার ৭৭৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৭ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) বেড়ে হয়েছে ১৬ দশমিক ৪১ শতাংশ।
দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২৮৭। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ওমিক্রন সংক্রমিত ৩২৬ জন।
আরও পড়ুন : Coronavirus Vacccine in Medical store: ওষুধের দোকানেই মিলবে করোনার টিকা? জানুন বিশদে