রাজ্যে কোভিডে (Covid 19) নতুন করে আক্রান্ত হলেন ৮৩৫ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Covid Death) হয়েছে ৩৪ জনের। রাজ্যে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১৭,৯৯৪। সুস্থতার হার ৯৮.০৬ শতাংশ।
আরও পড়ুন: দেশে দ্রুত কমছে কোভিড সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৭,৪৭৪ জন, মৃত ৮৬৫ জন
কলকাতায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। উত্তর ২৪ পরগনায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ২৫,০২০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৫ হাজার ৮৭২ জন।