রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ৪৯৬৯ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। সুস্থতার হার ৯৫.৫৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক সংক্রমণের হার (Daily Infection) ৭.৩২ শতাংশ। কলকাতায় (Kolkata) নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৫৪। মৃত্যু হয়েছে ৬ জনের। উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬৯৭ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা ৪০৯। মৃত্যু হয়েছে ১ জনের। রাজ্যে কোভিডে এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২০,৪৪৫।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন, মৃত্যু হয়েছে ৬৬৫ জনের
রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৬৭,৮৬২ জন। ভ্যাকসিন নিয়েছেন ৬ লক্ষ ৩৩ হাজার ৩৬০ জন।