ফের উদ্বেগ বাড়াচ্ছে কোভিড ১৯। নতুন করে আক্রান্ত ৩৩৫ জন। সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ফের উর্ধ্বমুখী। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে সক্রিয় কোভিড রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৭০১।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে নতুন করে কোভিডে মৃত্যু হয়ে ৫ জনের। যাদের মধ্যে ৪ জনই কেরলের বাসিন্দা। একজন উত্তর প্রদেশের বাসিন্দা। কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৪ কোটি ৫০ লক্ষ।
রবিবার কেরলে ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। জানা গিয়েছে কোভিডের নতুন প্রজাতিতে আক্রান্ত ছিলেন তিনি। এরপরই ফের কোভিড নিয়ে উদ্বেগ বাড়ছে কেরলে। রাজ্যের স্বাস্থ্য দফতর সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।