গত সোমবার রাজ্যে কোভিড আক্রান্ত ছিলেন ৪৩৯। সপ্তাহ ঘুরল না, রবিবার রাজ্যে আরও ঊর্ধ্বমুখী কোভিডের (Covid 19) গ্রাফ। বিধিনিষেধ ঘোষণার দিনই নতুন করে করোনা আক্রান্ত (Covid Affected) হলেন ৬১৫৩ জন। হিসাব বলছে, গত ছ’দিনে দৈনিক সংক্রমণের মাত্রা ১৫ শতাংশ পেরিয়ে গেল। মৃত্যু হয়েছে আট জনের। রাজ্যের মোট আক্রান্তের মধ্যে অর্ধেক আক্রান্ত কলকাতাতেই। কলকাতায় গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ (Daily Infection) দাঁড়াল ৩১৯৪ জন। রাজ্যে সক্রিয় করোনা রোগীর (Active Cases) সংখ্যা ১৭,০৩৮।
কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির দৈনিক সংক্রমণ। হাজারের গণ্ডি ছুঁতে চলেছে উত্তর ২৪ পরগনা। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৯৪। মৃত্যু হয়েছে ৩ জনের। হাওড়াতেও নতুন করে আক্রান্ত হলেন ৫৯৫ জন। মৃত্যু হয়েছে একজনের। ঝুঁকি না নিয়ে সোমবার থেকে নয়া বিধি চালু হচ্ছে হাওড়াতেও। সিদ্ধান্ত হয়েছে, নিয়ম করে সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে বাজার ও দোকান। ওষুধ, দুধ ইত্যাদির মতো জরুরি পরিষেবা খোলা থাকবে।
আরও পড়ুন: ফের বন্ধ হচ্ছে টোকেন, সোমবার থেকে মেট্রোয় শুধুই স্মার্ট কার্ড
এদিকে, আগের থেকে রবিবার অনেকটাই ভাল আছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর শরীরে অক্সিজেন স্যাচুয়েশন বেশ ভালর দিকে। তিন সদস্যের মেডিক্যাল বোর্ড মন্ত্রীর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছে।