দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ৬৫৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৪২ জন। এর মধ্যে কেরল, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের পর সক্রিয় রোগীর তালিকায় পাঁচে উঠে এল গুজরাত। তেলাঙ্গানায় নতুন করে ১২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্যগুলিকে সরাসরি জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য রিপোর্টের নমুনা পাঠানোর নির্দেশ দিয়েছে। দিল্লির এইমসের বিশেষজ্ঞরা জানিয়েছে, কোভিডের নতুন প্রজাতি নিয়ে এখনই উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু সতর্ক থাকতে হবে।