দেশজুড়ে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৭,৫৮৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী কোভিডে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩৬,২৬৭। দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৭৪৭।
গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ৩,৭৬৯। যা মোট আক্রান্তের ০.০৮ শতাংশ। দেশে কোভিডের সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ২.২৬ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১.৫০ শতাংশ।
এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ কোটি ২৬ লক্ষ ৪৪ হাজার ৯২ জন। আক্রান্ত রোগীর ১.২১ শতাংশ কোভিডে প্রাণ হারিয়েছেন। দেশে ১৯৪ কোটি ৭৬ লক্ষ মানুষ ভ্যাকসিন নিয়েছেন।