বিদেশ ফেরত যাত্রীদের জন্য জারি হল কেন্দ্রের নয়া নির্দেশিকা। বাইরের দেশ থেকে ভারতে এলে যাত্রীদের বাধ্যতামূলকভাবে সাতদিনের নিভৃতবাস (mandatory home quarantine), পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry)। জানা গেছে, ১১ জানুয়ারি থেকে বলবৎ হবে নয়া নির্দেশিকা।
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড(Covid) আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন(Omicron)। এই পরিস্থিতিতে বিমান যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
সাতদিন নিভৃতবাসে(quarantine) থাকার পর অষ্টম দিনে সেই যাত্রীদের RTPCR পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ এলে পাঠানো হবে নিভৃতবাসে। পাশাপাশি তাদের জিনোম পরীক্ষা করা হবে। তবে রিপোর্ট নেগেটিভ এলেও পরবর্তী সাতদিন যাত্রীদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই 'ঝুঁকিপূর্ণ' দেশের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ডিসেম্বর থেকে আরও ৯টি দেশকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। 'ঝুঁকিপূর্ণ' দেশ বাদে অন্যান্য দেশ থেকে আসা উড়ানগুলির(International Flights) যাত্রীদেরও লাগাতার পরীক্ষা চলবে বলে জানানো হয়েছে।