করোনার(Corona) থাবা থেকে নিস্তার পেল না লালবাজার(Lalbazar)। ইতিমধ্যেই সেখানে ৭ আইপিএস(IPS) অফিসার সহ মোট ৮০ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নতুন করে তিনজনের কোভিড(Covid-19) রিপোর্ট পজিটিভ এসেছে।
রাজ্যে লাগামছাড়াভাবে বেড়ে চলেছে কোভিড(Covid) আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, পুলিশ, নেতা-মন্ত্রীরাও আক্রান্ত হয়েছেন করোনায়(Coronavirus)। স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত কলকাতায় সংক্রমণের হার ২৯.০৭ শতাংশ।
আরও পড়ুন- Arup Biswas: মঙ্গলবার বাড়ি ফিরলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, আপাতত থাকতে হবে নিভৃতবাসেই
এই আপৎকালীন পরিস্থিতিতে রবিবার রাজ্যজুড়ে একাধিক বিধিনিষেধ(Covid restriction) আরোপ করেছে রাজ্য সরকার। সংক্রমণ হারের নিরিখে শীর্ষে থাকা কলকাতায় সোমবার ফিরহাদ হাকিম(Firhad Hakim) ২৫টি মাইক্রো কনটেনমেন্ট জোনের ঘোষণা করেন। এর সঙ্গে চালু করা হয়েছে তিনটি সেফ হোম(Safe Home)। কিন্তু রাজ্যে ক্রমাগত বাড়তে থাকা এই করোনা পরিসংখ্যান রীতিমতো ভয় ধরাচ্ছে বিশেষজ্ঞদের(Experts)।