দেশের করোনার নতুন প্রজাতি ওমিক্রন (Omicron) আক্রান্তদের ৭০ শতাংশই উপসর্গহীন। সম্প্রতি দেশের ওমিক্রন আক্রান্ত (CoroCoronavirus) ৩৫৮ জনের মধ্যেম ১৮৩ জনের উপর পরীক্ষা চালিয়ে এই ফলাফল মিলেছে। আরও জানা গিয়েছে, যতজন আক্রান্ত হয়েছেন, তাঁদের ৯০ শতাংশেরই করোনাটিকার দু'টি ডোজ নেওয়া হয়েছে। মোট আক্রান্তদের ৬১ শতাংশ পুরুষ।
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, কেবলমাত্র করোনা-টিকা যে ওমিক্রন রোখার জন্য যথেষ্ট নয়, তা স্পষ্ট। ঠিক ভাবে করোনা-বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারই ওমিক্রন রোখার চাবিকাঠি।
RTPCR for Omicron in WB: ওমিক্রন মোকাবিলায় নয়া দাওয়াই, বিশেষ RTPCR পরীক্ষা চালু করছে রাজ্য
ওমিক্রন নিয়ে আতঙ্ক আরও বাড়িয়েছে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। রিপোর্ট বলছে, আক্রান্তদের ২৭ শতাংশই বিদেশভ্রমণ করেননি।