প্রায় তিনমাস ধরে কেন্দ্র করোনার টিকা(Booster Dose) পাঠানো বন্ধ করেছে। এখনও রাজ্যের প্রায় ৭৫ শতাংশ মানুষই বুস্টার ডোজ নেননি বলেই খবর। এর মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে করোনার(Covid Update in West Bengal) নয়া প্রজাতি BF7। ফলে আবার বুস্টার ডোজ নেওয়ার ভিড় বাড়ছে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র-হাসপাতালে। আর তাতেই চিন্তায় ঘুম উড়েছে স্বাস্থ্যভবনের।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, প্রথম থেকেই রাজ্যবাসীর মধ্যে বুস্টার ডোজ নেওয়ায় অনীহা দেখা গিয়েছে। ফের করোনা পরিস্থিতি(Coronavirus in India) মাথাচাড়া দেওয়ায় বাড়তে পারে বুস্টার ডোজ(Booster Dose) নেওয়ার চাহিদা। তবে কেন্দ্রের তরফে এখনও কোনও নির্দেশিকা না আসায় এখনই করোনার টিকা নিয়ে মাথা ঘামাতে রাজি নয় রাজ্য সরকার(West Bengal Govt.)।
আরও পড়ুন- West Bengal Covid situation: বাংলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী নয়, এখনও 'ওয়েট অ্যান্ড ওয়াচ'-এই আস্থা সরকারের
চিকিৎসকদের মতে, বর্তমানে করোনার যে প্রজাতি নিয়ে সমস্যা মাথাচাড়া দিয়েছে, তা ওমিক্রনের উপ-প্রজাতি(Omicron Virus)। এর বিরুদ্ধে আদৌও বুস্টার ডোজ কাজ করবে কিনা, তা নিয়েও চিন্তায় চিকিৎসকদের একাংশ। তবে চিকিৎসকদের অন্য অংশের দাবি, করোনার যে প্রজাতিই আসুক না কেন, বুস্টার ডোজ(Booster Dose) সব প্রজাতিকেই কাবু করতে সক্ষম।