কলকাতাতেও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। শহরে মোট আট জনের শরীরে করোনা ভাইসের সন্ধান পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার মোট তিনজনের শরীরে কোভিড ভাইরাস পাওয়া গিয়েছিল। শুক্রবার আরও পাঁচ জন আক্রান্তের সন্ধান মিলেছে। আক্রান্তদের মধ্যে ছ মাস বয়সী এক শিশুও রয়েছে।
আক্রান্তদের মধ্যে একজন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এবং ছ মাসের শিশুকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিদের একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। আক্রান্তদের মধ্যে একজন আবার ম্যালেরিয়াতেও আক্রান্ত।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আক্রান্ত সকলেই কলকাতার বাসিন্দা। প্রথমে তাঁদের প্রত্যেকের জ্বর, সর্দির উপসর্গ দেখা দিয়েছিল। তারপর কোভিড পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে। এদিকে কেরলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।