কোভিড ভ্যাকসিনের (Vaccine) দ্বিতীয় ডোজ (Second Dose) নেওয়ার ৯ থেকে ১২ মাস পর নেওয়া যাবে প্রিকশন ডোজ (Precaution Dose)। রবিবার জানা গেল এমনই তথ্য। বড়দিনের রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঘোষণা করেছেন ১৫ থেকে ১৮ বছরের কিশোর কিশোরীদেরও টিকাকরণ শুরু হবে আগামী ৩ জানুয়ারি। করোনা-যোদ্ধা (Covid Warriors) এবং কোমরবিডিটি (Co morbidity) সম্পন্ন ষাটোর্দ্ধদের জন্য থাকবে প্রিকশন ডোজ। যা শুরু হবে ১০ জানুয়ারি থেকে। তবে প্রিকশন ডোজ নেওয়ার আগে ক্যানসার, এবং যক্ষায় আক্রান্তদের ডাক্তারি পরামর্শ নিতে হবে।
১৫ থেকে ১৮ বছরের টিকাকরণ শুরু হওয়ায় খুশি বেহালার বাসিন্দা আল্পনা বালা। জানালেন, "আগে ১৮ বছরের ঊর্ধ্বে দেওয়া হত ভ্যাকসিন। এখন ১৫-১৮ বছরের ভ্যাকসিন শুরু হচ্ছে। আমাদের বাচ্চারা আগে আতঙ্কে বাইরে বের হতে পারত না। এখন ওটা দেবে শুনে আমাদেরও ভালো লাগছে। বাচ্চারা স্কুলেও যেতে পারবে। রাস্তাঘাটে নিরাপদে বেরোতে পারবে।" ভ্যাকসিন শুরু নিয়ে খুশি কিশোর কিশোরীরাও। বর্ষা বালা নামে এক কিশোরীর কথায়, "আমরা করোনার ভয়ে বাইরে বেরোতে পারতাম না। বাইরে বেরোতে পারব, তাই ভালো লাগছে।" স্বপ্না বালা নামে বেহালার এক প্রবীন নাগরিকের মতে, "ডাবল ভ্যাকসিন দেওয়ার পরেও করোনা হচ্ছে। প্রিকশন ডোজ দেওয়া হয়, তাহলে আমাদের ভালো লাগবে।"
আরও পড়ুন: মোদী তাঁদের কথা শুনেছেন, দাবি রাহুল গান্ধী ও মহুয়া মৈত্রর
এই প্রিকশন ডোজ ও দ্বিতীয় ডোজের ব্যবধান নিয়ে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের মতো টিকা প্রস্তুতকারী সংস্থা তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।