বারবার সতর্ক করা হলেও ফল মেলেনি। মাস্ক (Mask) না পরায় গ্রেফতার করা হল ৯ জনকে। ঘটনাটি ঘটেছে বারুইপুরের (Baruipur) কাছারি বাজার মোড়ে। সোমবার সকালে জোর ধরপাকড় চালায় পুলিশ।
রাজ্যে দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) সংক্রমণ হাজারের ওপরে। বারুইপুর পৌরসভায় সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ২৩২। এই পরিস্থিতিতে তৎপর হয়েছে বারুইপুর থানার পুলিশ। সোমবার সকালে কাছারি বাজার মোড় সংলগ্ন এলাকায় নজরদারি চালিয়ে গ্রেফতার করা হয় ৯ জনকে।
আরও পড়ুন: কারা থাকবেন আইসোলেশনে, কখন ভর্তি করতে হবে হাসপাতালে, জানাল স্বাস্থ্য দফতর
তবে কাছারি বাজারের ভিতর সেই চেনা ছবিই ধরা পড়ল। ৯০ শতাংশ সবজি ও ফলবিক্রেতার মুখে এখনও মাস্ক নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ফের বারুইপুরে দোকান ও বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এলাকায় সংক্রমণ ক্রমশ বাড়ছে। ক্যানিং ১ নম্বর ব্লকে কোভিড সংক্রমণের হার অনেকটাই বেশি।