প্রায় ৩ মাস ধরে গোটা দেশে দাপিয়ে বাড়ছে কোভিডের নয়া উপরূপ জেএন ওয়ান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এই মুহূর্তে ১২০০ জন কোভিডের এই নয়া উপরূপে আক্রান্ত। রাজ্যে নতুন করে জেএন ওয়ানে আক্রান্তের সংখ্যা ৯৬।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাদের কথায়, এবার মানুষ অনেকটাই বুঝে গিয়েছে, কোভিড সংক্রমণে ভয়াবহতা নেই। তাই কোভিড পরীক্ষাও করাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের মতে, বয়স্কদের বাদে, সবারই এই কোভিডের নয়া উপরূপে জ্বর ও সর্দিকাশিই হচ্ছে। তবে শ্বাসকষ্ট থাকলে অবশ্যই কোভিড পরীক্ষা করে নেওয়া উচিত বলে পরামর্শ বিশেষজ্ঞদের।