করোনার (Covid) ওষুধ বা ওরাল পিল (Oral pill) ইতিমধ্যেই বাজারে চলে এসেছে। ভারত বায়োটেক (Bharat Biotech) সংস্থাও ইতিমধ্যেই দেশে নিয়ে এসেছে উন্নত পদ্ধতিতে ফার্মোজেট প্রক্রিয়ার মাধ্যমে সূঁচ না ঢুকিয়ে টীকাকরণের প্রক্রিয়া। এবার দেশে আসছে ওরাল ভ্যাকসিন (Oral Vaccine)।
আরও পড়ুন: 'বিকিনি, ঘোমটা, হিজাব, কে কী পরবে, ব্যক্তিগত পছন্দ', গর্জে উঠলেন প্রিয়াঙ্কা
আর সিরিঞ্জ লাগবে না। একটা ট্যাবলেট (Tablet) খেলেই ভ্যাকসিনের কাজ হয়ে যাবে। এই ভ্যাকসিনের নাম- VXA-CoV2। এই ভ্যাকসিনটি (Oral vaccine) তৈরির উপাদান দেশের সংস্থাই সরবরাহ করেছে বলে জানা গিয়েছে। ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে ভ্যাকসিনটি বাজারে আসবে।
ওরাল পিল ভ্যাকসিনের দুটো ডোজ নিতে হবে। প্রথম ট্যাবলেট খাওয়ার ২৯ দিন পর দ্বিতীয় ট্যাবলেট খেতে হবে। তবেই দুটো ভ্যাকসিনের (Oral vaccine) ডোজ নেওয়ার কাজ হবে।