করোনার নয়া স্ট্রেনে(BF7 Coronavirus) ফের আক্রান্ত এক ভারতীয়। চিন থেকে দেশে ফিরেই করোনা আক্রান্ত হলেন আগ্রার যুবক। পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। ইতিমধ্যেই আগ্রার(Agra) তাজনগরীতে তাঁর বাড়ি সিল করে দিয়েছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, ২৩ ডিসেম্বর চিন থেকে ফেরেন ওই যুবক। এর মধ্যে কারা তাঁর সংস্পর্শে এসেছে, তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ।
চিনে করোনার(China Covid Update) ভয়াবহ সংক্রমণে আগেভাগেই সতর্কতা অবলম্বন করে মোদী সরকার। দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে থার্মাল চেকিং-কোভিড টেস্ট(Covid Test in India)। পাশাপাশি আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্স করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এখনও দেশে মাস্ক বাধ্যতামূলক করা না হলেও পাঞ্জাব সরকার(Musk Mandatory in Punjab) ইতিমধ্যেই সে রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করতে নির্দেশ জারি করেছে।