অতিমারীকালে বিমান টিকিটের মূল্যসীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে সেই মূল্যসীমা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। অর্থাৎ, এ বার থেকে উড়ান সংস্থাগুলিই টিকিটের মূল্য নির্ধারণ করবে।
প্রায় ২৭ মাস পরে উড়ান সংস্থাগুলি নিজেদের পছন্দসই ভাড়া নির্ধারণের স্বাধীনতা পাচ্ছে। অগাস্টের শুরুতেই, কেন্দ্র ঘোষণা করেছিল, ৩১ অগাস্ট থেকে ঘরোয়া বিমান ভাড়ায় কেন্দ্রের বেঁধে দেওয়া মূল্য সীমা থাকবে না আর. ইতিমধ্যে ইন্ডিগো আভাস দিয়েছে বিমান ভাড়ার ওপর ছাড়ের।
এই ঘোষণার সময়, কেন্দ্রীয় বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইটারে লিখেঠিলেন, “এয়ার টারবাইন জ্বালানির (এটিএফ) দৈনিক চাহিদা এবং দাম বিশ্লেষণের পরে বিমান ভাড়ার ঊর্ধ্বসীমা সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থিতিশীলতা তৈরি হয়েছে এবং আমরা নিশ্চিত যে অদূর ভবিষ্যতে ঘরোয়া যাত্রী পরিবহণ বৃদ্ধির জন্য প্রস্তুত রয়েছে সংস্থাগুলি”।
বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতায় বাজার ধরে রাখতে বেশ কিছু উড়ান সংস্থা নির্দিষ্ট রুটে বিমান ভাড়া কমাতে পারে।