২৫ মার্চের পর ফের ১৩ এপ্রিল। নতুন বছরে কোভিডে দ্বিতীয় মৃত্যুর সাক্ষ্মী কলকাতা। মৃত ভাস্কর দাস রিজেন্ট পার্কের বাসিন্দা বলে খবর। পরিবার সূত্রে খবর, উত্তরবঙ্গে থেকে বেড়িয়ে এসেই তিনি অসুস্থ হন। গত রবিবার তাঁকে বাঘাযতীনের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ হাসপাতালেই মারা যান তিনি। মৃত্যুর শংসাপত্রে কোভিড নিউমোনিয়ার উল্লেখ করেছে ওই বেসরকারি হাসপাতাল।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। নতুন করে করোনায় আক্রান্ত ৪৮ জন। এর মধ্যে কলকাতাতেই সব থেকে বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে। গোটা রাজ্যে আপাতত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৭০ জন। কলকাতার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে ফের করোনা নিয়ে ভর্তি হচ্ছেন শহরবাসী।
আরও পড়ুন- Calcutta High Court: ইচ্ছেমতো ভাড়া বাড়িয়েছে বাস-মিনিবাস, সরকারকে কড়া হতে নির্দেশ কলকাতা হাইকোর্টের