দেশে ফের করোনার বাড়বাড়ন্তের মধ্যেই এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি কেন্দ্রের। করোনার ক্ষেত্রে ব্যাক্টেরিয়া সংক্রমণের কোনও প্রমাণ না থাকলে অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। রবিবার সংশোধিত নির্দেশিকা অনুযায়ী কেন্দ্র জানিয়েছে, লোপিনাভির-রিটোনাভির, হাইড্রোক্সিক্লোরোকুইন, আইভারমেকটিন, মলনুপিরাভির, ফাভিপিরাভির, অ্যাজিথ্রোমাইসিন এবং ডক্সিসাইক্লিনের মতো ওষুধগুলি ভারতে প্রাপ্তবয়স্ক কোভিড রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা উচিত নয়।
গত ৫ জানুয়ারি এইমস-আইসিএমআরের স্পেশাল টাস্ক ফোর্স ক্লিনিকাল গাইডেন্স প্রোটোকল সংশোধনের জন্য বৈঠকে বসে। বৈঠক থেকেই চিকিৎসকদের জানানো হয়, কনভালেসেন্ট প্লাজমা থেরাপি ব্যবহার করা যাবে না।
নির্দেশিকা অনুযায়ী স্পেশাল টাস্ক ফোর্সের পর্যবেক্ষণ, 'ব্যাকটেরিয়া সংক্রমণের ক্লিনিকাল সন্দেহ না থাকলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়। অন্যান্য স্থানীয় সংক্রমণের সাথে করোনার সহ-সংক্রমণের সম্ভাবনা অবশ্যই বিবেচনা করা উচিত।' পাশাপাশি, জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ রোগের ক্ষেত্রে পাঁচ দিন পর্যন্ত রিমডেসিভির দেওয়া যেতে পারে। রোগের লক্ষণ প্রকাশের ১০ দিনের মধ্যে এই ওষুধ শুরু করা উচিত।