করোনা(Coronavirus) আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে কাটানোর পর মঙ্গলবার বাড়ি ফিরলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। উডল্যান্ডস হাসপাতাল(Woodlands Hospital) থেকে সকালেই বাড়ি ফেরেন বিদ্যুৎমন্ত্রী। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও যথেষ্ট দুর্বল অরূপ বিশ্বাস(Arup Biswas)।
শরীরে মৃদু উপসর্গ নিয়ে কিছুদিন আগেই করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রীকে ভর্তি করানো হয় হাসপাতালে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে(Sourav Ganguly) হাসপাতালের যে কেবিনে রাখা হয়েছিল, সেই একই কেবিনে ভর্তি করা হয় অরূপ বিশ্বাসকে(Arup Biswas)। যদিও জিনোম পরীক্ষার পর জানা গেছে ওমিক্রনে(Omicron) আক্রান্ত হননি অরূপ বিশ্বাস।
গত শনিবার অরূপ বিশ্বাসের করোনা(Coronavirus) রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। কালীঘাটে দলীয় বৈঠকের দু'দিন পরেই করোনায়(Coronavirus) আক্রান্ত হন বিদ্যুৎমন্ত্রী।
আরও পড়ুন- Covid Restrictions: লাফিয়ে বাড়ছে করোনা, পিকনিক বন্ধ করল পুলিশ, মাথায় হাত ছোট ব্যবসায়ীদের
বিগত বেশ কয়েকদিন ধরেই কলকাতা সংলগ্ন এলাকায় শাসকদলের(TMC) একাধিক নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মেয়রের(Mayor) শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অনেকেই করোনায়(Covid-19) আক্রান্ত হন।