করোনা টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকা স্বীকার করে নিল যে, তাদের তৈরি কোভিশিল্ড টিকায় পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা আছে। এর ফলে অ্যাস্ট্রোজেনেকাকে বিরাট অঙ্কের জরিমানা দিতে হবে। গত ফেব্রুয়ারিতে আদালতে জমা দেওয়া একটি নথিতে এই টিকা প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, কোভিশিল্ড টিকা নিলে বিরল রোগ টিটিএস বা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এই রোগে আক্রান্ত হলে অণুচক্রিকার পরিমাণ কমে যায় এবং রক্ত জমাট বাঁধতে ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় করোনা টিকা তৈরি করেছিল অ্যাস্ট্রোজেনেকা। কোভিশিল্ড ছা়ড়াও ভ্যাক্সেজেরিয়া নামেও একটি প্রতিষেধকও তারা বাজারে এনেছিল। তবে ভারতে মূলত কোভিশিল্ডই বিক্রি হয়েছিল।
২০২১ সালে জেমি স্কট নামে এক ব্যক্তি কোভিশিল্ড নেওয়ার কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়েন। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে যায় তাঁর। এর পর কোভিশিল্ড টিকা নেওয়া আরও বেশি কিছু ব্যক্তিও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের পরিবার মামলা দায়ের করে টিকা প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে। অবশেষে আদালতে অ্যাস্ট্রোজেনেকা স্বীকার করল যে, কোভিশিল্ড টিকা নিলে বিরল অসুখের ঝুঁকি আছে।