স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে স্বাধীনতার অমৃত মহোৎসব। কিন্তু সেই আনন্দকে ফিকে করে দিচ্ছে দেশের ক্রমবর্ধমান কোভিড গ্রাফ। এই পরিস্থিতিতে সব ক’টি রাজ্যকে আসন্ন স্বাধীনতা দিবসে বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিল কেন্দ্র। পাশাপাশি পরস্পরের শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং মাস্ক পরার কথাও আবার মনে করিয়ে দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই করোনাবিধির যথাযথ পালনে জোর দিয়েছে একাধিক রাজ্য। দিল্লি সরকার এ সপ্তাহে মাস্কবিধি পুনরায় চালু করেছে। জানিয়েছে, মাস্ক না পরলে ৫০০ টাকা করে জরিমানা করা হবে।
শুক্রবার দেশে দৈনিক করোনা সংক্রমণ ছিল ১৬,৫৬১। দৈনিক করোনা সংক্রমণের হার ৫.৪৪ শতাংশ। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় সবচেয়ে বেশি অবদান দিল্লি ও মুম্বইয়ের। দৈনিক করোনা সংক্রমণের হার ১৪.৩৮ শতাংশ।
আরও পড়ুন- West Bengal Covid Bulletin: বাংলায় ঊর্ধমুখী কোভিড গ্রাফ, একদিনে মৃত্যু ৪ জনের
এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে বড় জমায়েত থেকে সংক্রমণ মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রক তাই আগেভাগেই সমস্ত রাজ্যকে সতর্ক করে দিল।