করোনার বিফ.৭ (BF.7) ভ্যারিয়ান্টের প্রভাব চিনের মতো ভারতে অত তীব্র নাও হতে পারে, কারণ, ভারতীয়দের ইতিমধ্যেই ‘হার্ড ইমিউনিটি’ তৈরি হয়ে গিয়েছে। আশ্বস্ত করলেন সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি বা সিসিএমবির ডিরেক্টর বিনয় কে নন্দিকুরি।
তবে, ভারতীয়দের সতর্ক থাকার এবং কোভিড মহামারির উপযুক্ত আচরণ অনুসরণ করার উপর জোর দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, অনেকক্ষেত্রেই ভ্যাকসিন বা আক্রান্ত হয়ার ফলে ইতিমধ্যে শরীরে তৈরি হওয়া ইমিউনিটিকে লঙ্ঘন করতে পরে নয়া ভ্যারিয়ান্ট।
তবে চিনের তুলনায় ভারতে বেশি সংখ্যক মানুষের টিকাকরণ হয়েছে বলে আশঙ্কা কিছুটা কম, জানিয়েছেন নান্দিকুরি। তিনি আরও জানিয়েছেন, বিএফ.৭ থেকে ভারতে মহামারির আরও এক তরঙ্গ তৈরি নাও হতে পারে।
এখনও ভারতে সংক্রমণের হার নিম্নমুখী বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মাত্র ২০১টি নতুন করোনভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৩৯৭-এ।