একদিনে সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকালের কোভিড বুলেটিন অনুযায়ী একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৩৮ জন।
গতকাল সংখ্যাটা ছিল ১৭৭৮, ফের বাড়ল তা। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২২,৪২৭। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের। পজিটিভিটি রেট ০.২৯ %।
এদিকে, দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী হওয়ায় কেন্দ্র ঘোষণা করেছে, আগামী ৩১ মার্চের পর থেকে আর সারা দেশেই মাস্ক পরা এবং দুরত্ব বিধি মানা ছাড়া কোভিড সংক্রান্ত যাবতীয় বিধি নিষেধ উঠে যাচ্ছে।