দেশের প্রথম ন্যাজাল করোনা টিকার (Nasal Corona Vaccine) দাম জানিয়ে দিল টিকা প্রস্তুতকারক সংস্থা। প্রতি ডোজের দাম থাকছে হাজার টাকার মধ্যে।
ভারত বায়োটেকের ইনকোভ্যাক ন্যাজাল টিকার দাম হবে ৮০০ টাকা, সঙ্গে ৫ শতাংশ জিএসটি। গত ২৩ ডিসেম্বরই করোনায় ন্যাজাল টিকাকে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। আপাতত বেসরকারি হাসপাতালেই পাওয়া যাবে ন্যাজাল টিকার ডোজ। কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নেওয়া থাকলেও বুস্টার ডোজে ন্যাজাল ভ্যাকসিন নেওয়া যাবে।
Brazil Football Team Coach: কোচ হিসেবে মোরিনহোকে পেতে ঝাঁপিয়ে পড়েছে ব্রাজিল, ভাবনায় জিদান-সহ আরও তিন
চিন-সহ একাধিক দেশে নতুন করে কোভিডের বাড়বাড়ন্ত হয়েছে, এই পরিস্থিতিতে ভারতের নাগরিকদের জন্য টিকার দ্বিতীয় বুস্টার ডোজে়র অনুমোদনের আবেদন জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের কাছে সোমবার একটি বৈঠকে এই আবেদন জানানো হয়েছে।