করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রনের চেয়ে ১০ গুণ সংক্রামক।নয়া ভ্যারিয়ান্ট এক্সই (XE variant) নিয়ে আশঙ্কা প্রকাশ করেই দুনিয়াকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
নয়া ভ্যারিয়েন্টটি ওমিক্রনের (Omicron) সাব ভ্য়ারিয়েন্ট BA.2-এর চেয়ে অন্তত দশ গুণ বেশি সংক্রামক! এর মধ্যে এই স্ট্রেন সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মার্কিন মুলুকে। হুয়ের মতে, কার্যত সবচেয়ে সংক্রামক স্ট্রেন হতে চলেছে XE। সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনাভাইরাসের নয়া রূপটির মারণক্ষমতা কম বলেই ভাইরোলজিস্টদের প্রাথমিক ধারণা।
ওমিক্রনের দুটি ভ্যারিয়েন্ট BA.1 এবং BA.2 মিউটেড হয়েই জন্ম নিচ্ছে নয়া ভ্যারিয়ান্ট XE। গত ১৯ জানুয়ারি প্রথমবার ব্রিটেনে এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছিল। তারপর থেকে এই স্ট্রেনে ৬০০ জনের আক্রান্তের খবর এসেছে। গত কয়েক মাস ধরে কোভিড গ্রাফ নিম্মমুখী হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল গোটা দুনিয়া।নতুন প্রজাতির ভাইরাসের খোঁজ মিলতেই ফের দুশ্চিন্তার ভাঁজ বিশ্ববাসীর কপালে।