রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ৬৯ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে কোনও মৃত্যু হয়নি।
২০২০ সালের মার্চ মাস থেকেই কোভিডের সংক্রমণ প্রথম বাড়তে থাকে। গতবছরও এই সময় থেকে সংক্রমণ ছিল ঊর্ধ্বমুখী। গত বছর এপ্রিল থেকে শুরু হয়েছিল কোভিডের তৃতীয় ঢেউ। এই বছর সেই তুলনায় ঝুঁকি অনেকটাই কম। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৬ হাজার ৪৩৮ জন।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩,১১৬, মৃত্যু হয়েছে ৪৭ জনের
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ১৯০৪০ জন। টিকা নিয়েছেন ৬৩,৭৬২ জন।