রাজ্যের কোভিড গ্রাফে ওঠা-নামা চলছেই। তবে গত কয়েকদিন ধরে বাংলার করোনা ঘোরাফেরা করছে হাজারের নীচেই। যা কমতে কমতে সোমবার ৩৭৭ এসে দাঁড়িয়েছিল। কিন্তু মঙ্গলবার ফের লাফ। তবে, ডেঙ্গির মরশুমে করোনা থেকেও সাবধানে থাকতে পরামর্শ দিচ্ছেন ভাইরাস বিশেষজ্ঞরা।
মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে করোনা আক্রান্ত ৫২৫ জন। যা সোমবারের তুলনায় সামন্যই বেশ। একদিনে নতুন করে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। পজিটিভি রেট দাঁড়িয়েছে চার দশমিক সাত শতাংশে।
আরও পড়ুন : সরকারি বাস-অটো মুখোমুখি সংঘর্ষ! অন্তত ৯ জন শ্রমিকের মৃত্যু
জেলার তালিকায় এদিনও কোনও হেরফের হয়নি। শীর্ষে কলকাতাই। নতুন করে আক্রান্ত ১৬৬ জন। দ্বিতীয় স্থানে উত্তরকে পিছনে ফেলে দিল দক্ষিণ ২৪ পরগনা। আক্রান্ত ১৬৬ জন। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ১১১ জন। কালিম্পিং এবং আলিপুরদুয়ারকে বাদ দিলে রাজ্যের প্রতি জেলা থেকেই করোনা আক্রান্তের খবর মিলেছে।