গোটা রাজ্যে ঝড়ের গতিতে বেড়ে চলেছে করোনা(Corona)। এই পরিস্থিতিতে বাদ পড়েনি না রাজপুর-সোনারপুর(Sonarpur) এলাকাও। ক্রমাগত বাড়তে থাকা করোনা(Coronavirus) পরিস্থিতিতে রাজপুর-সোনারপুর এলাকার সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এই এলাকার সমস্ত বাজার এবং দোকানপাট বন্ধ থাকবে। এই সময়কালে বাজারগুলিতে স্যানিটাইজেশনের(Sanitization) কাজ চালাবে পুরসভা। তাই জরুরী পরিষেবা ব্যতিরেকে সমস্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বৃহস্পতিবার সকালে গড়িয়া বাজার(Garia Market) পরিদর্শন করেন সোনারপুর উত্তর(Sonarpur North) বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম এবং নরেন্দ্রপুর থানার(Narendrapur Police Station) আইসি অনির্বাণ বিশ্বাস।
বেহালা(Behala) ঘোলসাপুর বাজারেও সকাল থেকেই দেখা গেছে তৎপরতা। গোটা বাজার এলাকাজুড়ে চলেছে স্যানিটাইজেশনের কাজ। পুলিশের তরফে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়।
আরও পড়ুন- Higher Secondary: করোনা আবহেই আজ থেকে শুরু উচ্চমাধ্যমিকের ফর্ম ফিল-আপ, জানুন নিয়ম
রাজ্যের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় একলাফে রাজ্যে সংক্রমণ বেড়েছে অনেকটাই। রাজ্যের মধ্যে কলকাতায় সংক্রমণ সবচেয়ে বেশি। ইতিমধ্যেই কলকাতা(Kolkata), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও অনেকগুলি কনটেনমেন্ট জোন(Containment Zone) চালু করতে বাধ্য হয়েছে পুলিশ-প্রশাসন।