সারা বিশ্বজুড়েই কমছে করোনার কোপ, বুধবার স্বস্তির খবর দিল বিশ্য স্বাস্থ্য সংস্থা বা হু (WHO)। সংস্থার হিসেব বলছে, গত সপ্তাহে এক ধাক্কায় সারা পৃথিবীতে করোনার সংক্রমণের (Covid Cases) হার কমেছে ১৬ %। সংখ্যাটা ৪৫ লক্ষ।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হারও একলাফে ১৩% কমেছে।
ব্যাতিক্রম দক্ষিণ-পূর্ব এশিয়া, সেখানে ১৫ % এবং পশ্চিম প্যাসিফিক-এ ৩ % সংক্রমণ বেড়েছে।
Mamata Banerjee: 'ধর্ম যার যার, উৎসব সবার', পুজোর ধন্যবাদ মিছিলে শহরে ব্যাপক যানজটের আশঙ্কা
তবে একই সঙ্গে হু প্রধান টেডরোস আধানম ঘেবরেসু সতর্ক করেছেন আগামী শীতের জন্য। সে সময় অ্যাকটিভ কেস এবং হাসপাতালে ভর্তির সংখ্যা একলাফে অনেকটা বাড়তে পারে, অগ্রিম সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকাকরণের হার সারা বিশ্বেই, এমন কী ধনি দেশেও আশানুরূপ নয়, ৩০ % স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক মানুষের ২০ %-কে এখনও টিকাকরণের আওতায় আনা যায়নি, যা হু-এর কাছে যথেষ্ট উদ্বেগের কারণ।