বড়দিন পেরিয়ে বছর শেষের আনন্দ। আর সেই উৎসবে এখন মেতে কলকাতা। এরমধ্যেও অবশ্য বেশ নিয়ন্ত্রণে রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতি। ফলে গত ২৪
ঘণ্টাতেও দৈনিক আক্রান্তের সংখ্যার সাড়ে পাঁচশো ভিতরেই রইল। তবে এক লাফে প্রায় আড়াই শতাংশের কাছাকাছি উঠেছে দৈনিক সংক্রমণের হার। মারণ ভাইরাস
প্রাণ কেড়েছে পাঁচ জনের।
রবিবারের প্রকাশিত রিপোর্ট, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন। এর মধ্যে কলকাতায় আক্রান্ত ২১৯ জন। উত্তর ২৪ পরগনায় ৮৩, দক্ষিণ ২৪
পরগনায় ৪৮ এবং হাওড়ায় ৩৫ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মধ্যে তিন জন মারা গিয়েছেন কলকাতায়। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু ১৯ হাজার ৭১৬ জনের। সংক্রণমুক্ত হয়েছেন ৫৪৭ জন।
শনিবার দৈনিক সংক্রমণ ছিল ১.৭১ শতাংশ। রবিবার হল ২.৪১ শতাংশ।