রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হয়েছেন ৪৬৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ৮৭৭৬। রাজ্যে সুস্থতার হার ৯৮.৫২ শতাংশ।
কলকাতায় (Kolkata) নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৩। মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনার নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫ জন। মৃত্যু হয়েছে ১ জনের। নদীয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। হুগলী ও দক্ষিণ ২৪ পরগনাতেও কোভিডে মৃত্যু হয়েছে ২ জন করে বাসিন্দার।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩০ হাজার ৭৫৭ জন, মৃত্যু হয়েছে ৫৪১ জনের
রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৩৬,৬৭৬ জন। রাজ্যে ভ্যাকসিন নিয়েছেন ৩ লক্ষ ৮১ হাজার ২৮৮ জন।