রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড(Covid) আক্রান্ত হয়েছেন ১২৫ জন। রাজ্যে সক্রিয় কোভিড রোগীর (Covid Patient) সংখ্যা ১৭৪৯। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় (Kolkata) নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ২২। দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ২৩,৮৮০ জন।
আরও পড়ুন- Covid 19 Fourth Wave: কতটা ভয়াবহ হবে কোভিডের সম্ভাব্য চতুর্থ ঢেউ! কী বলছেন গবেষকরা
কানপুর আইআইটির(Kanpur IIT) গবেষকদের দাবি, আগামী জুন মাসে দেশে আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ(Covid 4th Wave)। তবে দেশের অধিকাংশ নাগরিকের টিকাকরণ প্রায় শেষ। ১৮ বছরের কম বয়সিদেরও এবার টিকাকরণ শুরু হয়েছে। বুস্টার ডোজ(Booster dose) দেওয়া হয়েছে কো-মর্বিডিটিযুক্ত রোগী ও স্বাস্থ্যকর্মীদেরও।