মাত্র ২৪ ঘন্টার মধ্যেই স্বস্তি থেকে অস্বস্তির কারণ হয়ে উঠল রাজ্যের কোভিড গ্রাফ। সোমবার একধাক্কায় সংক্রমণ পাঁচশোর নিচে নামার পর মঙ্গলবার তা আটশোর গন্ডি ছাড়িয়ে গেল।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৮৮৩ জন। দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ৭.৪৮ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২১০ জন। সংক্রমণের দিক থেকে এরপরই আছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১৭৩ জন। তালিকায় তৃতীয় বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ৯৪ জন। গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে চারজনের।
আরও পড়ুন- India Covid Update : পরপর দু'দিন দেশের করোনা গ্রাফে স্বস্তি, একদিনে আক্রান্ত ১৩,৭৩৪, মৃত ৩৪
তবে হঠাৎই চিন্তায় ফেলেছিল জলপাইগুড়ির কোভিড গ্রাফ। তবে এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে। জানা গেছে, একদিনে সংক্রমিত ৩৪ জন।