রাজ্যে (West Bengal) এক লাফে অনেকটা বাড়ল কোভিড সংক্রমণ (Covid Affection)। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬২ জন। দুশ্চিন্তা বাড়িয়ে মৃত্যু হয়েছে ১ কোভিড আক্রান্তের(Covid death)। দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩.৫ শতাংশ।
রাজ্যে করোনায় এখনও পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা ২১ হাজার ২০৮। রাজ্যে দৈনিক সংক্রমণের হার গত চার দিন ধরে ২ শতাংশের উপরে ছিল। রবিবার তা বেড়ে হল ৩.৫ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ১০ হাজার ৩৩৭ জনের। রাজ্যে বর্তমানে অ্যাক্টিভ রোগীর(West Bengal Covid Update) সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৯৩।
আরও পড়ুন- India Covid Update : রবিবার দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ, একদিনে করোনায় আক্রান্ত ১২,৮৯৯ জন
দেশজুড়ে ফের চিন্তা বাড়াচ্ছে কোভিড(West Bengal Covid Update)। একই সঙ্গে রাজ্যেও ফের বাড়ছে কোভিডের প্রকোপ। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। মানতে বলা হয়েছে কোভিডবিধি (Covid Restrictions in West Bengal)। ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও।