Bengal COVID Update:রাজ্যে কোভিড সংক্রমণ সামান্য কমল, গত ২৪ ঘণ্টায় মৃত ৪

Updated : Aug 13, 2022 21:25
|
Editorji News Desk

বাংলায় কোভিড সংক্রমণ গতদিনের তুলনায় সামান্য কমেছে। শনিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড পজিটিভ ৭৩৮। মৃত্যু হয়েছে ৪ জনের। শুক্রবার এই সংখ্যা ছিল সামান্য কম। কমেছে পজিটিভিটি রেটও। এই মুহূর্তে তা ৫.৯ শতাংশ। শুক্রবারও ছিল ৬.৩২ শতাংশ।

Vice President Jagdeep Dahnkhar: উপরাষ্ট্রপতি নির্বাচনে ৭০ শতাংশ ভোট পেয়ে জিতলেন জগদীপ ধনখড়

রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় একটি জেলাও সংক্রমণশূন্য নয়। রাজ্যের প্রত্যেক জেলায় অন্তত একজন হলেও আক্রান্ত হয়েছেন।  সংক্রমণের শীর্ষে কলকাতা (Kolkata)। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। তারপরই রয়েছে বীরভূম, এখানে আক্রান্তের সংখ্যা ১২৬। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০৯ জন। এই তিন জেলাতেই সংক্রমণ শতাধিক।  রাজ্যের কোভিড গ্রাফ মোটের উপর এমনই। 

সংক্রমণের পাশাপাশি মৃত্যুর নিরিখেও শীর্ষে কলকাতা। একদিনে এখানে করোনায় প্রাণ হারিয়েছেন ২ জন। এছাড়া উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে গোটা রাজ্য়ে। তবে পজিটিভিটি রেট কমেছে খানিকটা। কমেছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৮৩৩১। যার মধ্যে মাত্র ২৮৯ জন ভরতি হাসপাতালে। বাকিরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন। সুস্থতার সংখ্যা মোট ২০, ৬৮, ৬৯৩। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১৪০৯ জন। শতকরা হারে ৯৮.৫৮ শতাংশ।

এদিকে, মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বড় হাতিয়ার টিকাকরণ। দেশজুড়ে তা চলছে দ্রুতগতিতে। বাংলাও ব্যতিক্রম নয়। এখানে একদিনে ২ লক্ষ ৮৪ হাজারের বেশি ডোজ পেয়েছেন রাজ্যবাসী। জোরকদমে চলছে বুস্টার ডোজ ও প্রিকশন ডোজ দেওয়ার কাজ।  

 

COVID 19covid

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার