ওমিক্রন (Omicron) মোকাবিলায় রাজ্যের নয়া দাওয়াই। রাজ্য স্বাস্থ্য দফতর খুব শীঘ্রই চালু করতে চলেছে বিশেষ আরটিপিসিআর (RTPCR) পরীক্ষা।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কেউ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কি না, তার ইঙ্গিত মিলবে এই নতুন পরীক্ষায়। নতুন এই পরীক্ষার নাম- 'এস জিন মিসিং আরটিপিসিআর'।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, কলকাতার বেশ কিছু মেডিকেল কলেজে এই পরীক্ষাটির জন্য বিশেষ কিট আনা শুরু হয়ে গিয়েছে৷ কলকাতায় এই পরীক্ষা প্রথমে চালু হবে৷ ধীরে ধীরে তা চালু করা হবে রাজ্যে অন্যান্য জেলাতেও৷
এই পরীক্ষার মাধ্যমে ওমিক্রনকে অনেক দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর৷