বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন। যা আগের দিনের থেকে প্রায় ১৫.৮ শতাংশ বেশি। আগের দিন যেখানে আক্রান্তের সংখ্যাটা ৬ শতাংশ কমেছিল, সেখানে এই আজ এই বিরাট বৃদ্ধি রীতিমতো উদ্বেগের। দেশের পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ১১.০৫ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে ৪ হাজার ৮৬৮ জনের শরীরে।
আরও পড়ুন : Monkey funeral: হনুমানের শ্রাদ্ধে আমন্ত্রিত দেড় হাজার, শিকেয় উঠল কোভিড বিধি
এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪৪২ জন। গতকালের থেকে এই সংখ্যাটাও অনেকটা বেশি। তবে, মোট আক্রান্ত যেভাবে বাড়ছে, সে তুলনায় মৃতের সংখ্যাটা কম। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৪ হাজার ৬৫৫ জন।
শহরাঞ্চলের গণ্ডি পেরিয়ে গ্রামাঞ্চলেও বাড়ছে পজিটিভিটি রেট। স্বাস্থ্যমন্ত্রক বলছে, এই মুহূর্তে দেশের ১৩২টি জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি। যা রীতিমতো চিন্তার।