নতুন করে চিন-আমেরিকা সহ সারা পৃথিবীতেই ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়ান্ট ওমিক্রন বিএফ.৭। চিনে ইতিমধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। চিনের সেই উপরূপের খোঁজ পাওয়া গিয়েছে ভারতের গুজরাত এবং উড়িষ্যায়।
করোনা নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে রাজ্যগুলিকে ইতিমধ্যে চিঠি দিয়েছে কেন্দ্র। দেশে করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
গবেষকরা জানাচ্ছেন, bf 7 ভ্যারিয়ান্ট আরটিপিসিআর পরীক্ষাতেও শনাক্ত করা সম্ভব হয় না। ফলে টিকা না নেওয়া থাকলে অথবা কোমর্বিডিটি থাকলে সংক্রমণের আশঙ্কা বেশি। করোনার বাকি উপসর্গগুলির মতোই জ্বর, সর্দিকাশি, গলাব্যথা,পেটে ব্যথা, এর সাধারণ উপসর্গও তবে উপসর্গ ছাড়াও সংক্রমণ অসম্ভব নয়।