ভারত বায়োটেকের ইন্ট্রান্যাসাল কোভিড-১৯ টিকাকে প্রয়োগের জন্য মান্যতা দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (CDSCO)। ভারতের তথা বিশ্বের প্রথম ন্যাসাল কোভিড টিকা হল এটি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইটে জানিয়েছেন, ভারত বায়োটেকের নির্মিত এই টিকা ডিসিজিআই-র অনুমোদন পেয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জরুরিকালীন ভিত্তিতে এই টিকা ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে ভারতের লড়াইয়ে একটি বড় ধাপ। ভারত বায়োটেকের ChAd36-SARS-CoV-S COVID-19 (Chimpanzee AdenovirusVectored) রিকম্বিন্যান্ট ন্যাসাল টিকাকে প্রাথমিকভাবে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ডিসিজিআই। জরুরি পরিস্থিতিতে নিয়ন্ত্রিতভাবে ১৮ বছরের বেশি বয়সীদের এই টিকা দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিজ্ঞান, গবেষণা ও উন্নয়ন, মানব সম্পদ এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে।’
উল্লেখ্য, ভারত বায়োটেকের ন্যাসাল টিকার বুস্টার ডোজের ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে। এছাড়াও বিবিভি-১৫৪ এর অনাক্রম্যতা ও নিরাপদ ব্যবহারের বিষয়ে কোভ্যাক্সিনের সঙ্গে তুলনা করে দেখার জন্য তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমোদন দেয়। গত সপ্তাহে এই বিষয়ে বিশেষজ্ঞ কমিটি ভারত বায়োটেকের ইন্ট্রান্যাসাল কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারের প্রস্তাব দেয়। ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা ইল্লা জানিয়েছিলেন, এই ভ্যাকসিন প্রয়োগের ফলে এখনও পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা দেখা যায়নি।
আরও পড়ুন-